সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ৬৫ হাজা পঁয়ষট্টি হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার একজন*সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জনাব নু চক্রবর্ত্তীর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন বাংলাদেশ রেলওয়ে পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ তৈয়বুর রহমান ইমন (২০)-কে ১৭.৩০ ঘটিকার সময় ০১টি কাভার্ড ভ্যান, যার রেজি. নং- চট্ট মেট্রো-ট ১১-৭৯০০ এবং ৬৫ (পঁয়ষট্টি হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।