চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মনিষা মহাজন এর নেতৃত্বে নগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমান আদালত নগরীর ফলমন্ডি, স্টেশন রোড, নিউ মার্কেট, জিপিও মোড়, সদরঘাট অমরচাঁদ রোড়, জুবলী রোড এবং আমতল পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা, দোকান উচ্ছেদ ও মালামাল জব্দ করে পথচারিদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেয়া হয়।এ সময় ফলমন্ডির ফুটপাত ও ফ্লাইওভার এর নিচে মিড আইল্যান্ড থেকে ২শত তরমুজ জব্দ করে নগরীর কয়েকটি এতিম খানায় বিতরণ করা হয়।অভিযান সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।