চট্টগ্রামের আনোয়ারায় বারশত এলাকায় সানজিদা আক্তার (২৭) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার ( ৩ মে) দুপুরে ২নং বারশত ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) দুধকুমড়া এলাকার আলম খান মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। ভিকটিমের শ্বশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করেন আনোয়ারা থানা পুলিশ।নিহত সানজিদা বারশত (৪ নম্বর ওয়ার্ড) দুধকুমড়া এলাকার মোঃ আবদুল করিমের স্ত্রী ও (৫ নম্বর ওয়ার্ড) একই গ্রামের মো. ফরিদের মেয়ে। তাদের সংসারে ৫ বছর ও ৭ বছর বয়সী দু,জন ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলমান। এ নিয়ে প্রায় সময়ই স্বামী ভিকটিমকে মারধর করত। সর্বশেষ ঝামেলা হলে স্ত্রী সানজিদা বাপের বাড়িতে চলে যায়। গত এক সপ্তাহ আগে স্বামীর চাচা গিয়ে বাপের বাড়ি থেকে আবারও নিয়ে আসে। আসার পর গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে আবারও ঝামেলা হয়েছিল বলে জানা যায়। একপর্যায়ে শুক্রবার সকালে তার কক্ষে লাশ পাওয়া যায়।বিষয়টি হত্যাকান্ড নিশ্চিত করে আনোয়ারা থানা কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, এটা অবশ্যই হত্যাকান্ড। ভিকটিমের স্বামী করিমই এই হত্যাকান্ড ঘটিয়েছে। তাকে গত শুক্রবার পুলিশ আটক করেছে। এই হত্যাকান্ডে আইনানুগ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।