প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম পুলিশদের নিয়ে 'গ্রাম আদালত বিষয়ক' দিনব্যাপী এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮মে দুপুরে উপজেলা হল রুমে রাণীশংকৈলের সকল গ্রাম পুলিশের অংশ গ্রহণে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
এ সময় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন,ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত হয়েছে। মিমাংসা যোগ্য মামলা গুলো গ্রাম আদালতে নিষ্পত্তি হলে, নিষ্পত্তি করে নিতে হবে।
কখনো অন্যায় এর সাথে আপোষ করা যাবে না। আপনাদের পাশে আমরা থানা পুলিশ সবসময় আছি বলে জানান এ কর্মকর্তা।
ইএসডিও'র সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক মোঃ বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,
কো-অর্ডিনেটর রাশেদা আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান গ্রাম আদালত পরিচালনায় গ্রাম পুলিশের ভুমিকা বিষয়ে আইনগত দিকগুলো তুলে ধরেন। সবশেষে গ্রাম আদালতের ওপর নির্মিত শিখন ভিডিও প্রদর্শন করা হয়।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.