চট্টগ্রাম মহানগরীতে একটি আবাসিক হোটেলে আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বারেক (৫৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন। গত মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে ‘হোটেল রোজ ভিউ’ নামে একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ১টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বৈদুত্যিক গোলযোগে হোটেলের স্টোররুম থেকে লাগা আগুনের ধোঁয়া লাগোয়া কক্ষে ছড়িয়ে পড়ে বলে আব্দুর রাজ্জাক জানান।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন বলেন, প্রাথমিকভাবে জানত পেরেছি, তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। আগুনের ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।