প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
জুড়ী উপজেলায় কিশোর রায়, বড়লেখায় আজির উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কিশোর রায় মনি (কাপ পিরিচ)। তিনি পেয়েছেন ১৯৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক (আনারস) প্রতিক পেয়েছেন ১৫১৮৮ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জুয়েল আহমদ (জুয়েল রানা) চশমা প্রতিক। তিনি পেযেছেন ২১৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী আব্দুস শহীদ (টিয়া পাখী) পেয়েছেন ১৩২৭৯ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিল্পী বেগম (ফুটবল)। তিনি পেয়েছেন ২৯৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী (বর্তমান চেয়ারম্যান) রঞ্জিতা শর্মা (প্রজাপতি) পেয়েছেন ১৯৭৭৯ ভোট। জুড়ী উপজেলা নির্বাচন অফিসার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বড়লেখা উপজেলা নির্বাচনে আজির উদ্দিন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৬৯টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতিকে আজির উদ্দিন পেয়েছেন ৩০ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৯২৭ ভোট। এছাড়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৫৭৯ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে ৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সকালে বেশিরভাগ কেন্দ্র ফাঁকা থাকলেও কেন্দ্রের বাইরে মানুষের ভীড় ছিল চোঁখে পড়ার মত। অবশ্য কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতিতি একটু বেশি দেখা গেছে। নির্বাচন নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থক উৎসাহ থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন কোনো আগ্রহ ছিল না।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.