দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারের দক্ষিণে ডা: শফিউল আলম এর চেম্বারের সামনে রাস্তার পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকিপূর্ণভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে ২২০ ভোল্টেজের বিদ্যুতের তার।সরেজমিনের দেখা গেছে, কভার ভ্যান, মালবাহী বড় ট্রাক, ও গ্যাস কোম্পানির বিভিন্ন গ্যাসের বোতলের ট্রাক যাওয়া আসার সময় শক লেগে উঠতে। নেই বিদ্যুৎ অফিসের লোকজনের কারো খবর। অনেকে দেখলেও আবার না দেখার মত করেই চলে যায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই স্থানে। সাধারণ জনগণ মনে করেন অতি দ্রুত এই বিদ্যুতের তারের ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।আনোয়ারা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মুঠো ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।