প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিলল ৭ সোনার বার

- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে বিমানবন্দরের এক নম্বর কনভেয়ার বেল্ট থেকে এনএসআইয়ের সহযোগিতায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। একটি সিগারেটের প্যাকেট থেকে উদ্ধার সোনার বারগুলোর ওজন প্রায় এক কেজি বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন জানান, গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ অভিযানে বিমানবন্দরের এক নম্বর কনভেয়ার বেল্টের পাশের রুমের ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে এতে বিশেষ কায়দায় লুকানো সাত পিস সোনার বার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সোনাগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স জি-৯-৫২০’এ করে বিমানবন্দরে এসেছে।তিনি আরও জানান, সোনার বারগুলোর ওজন ৮১৬ গ্রাম।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.