আল্লামা সৈয়্যদ দোস্ত মোহাম্মদ (র.) ফাউন্ডেশন ও মুহিব্বানে আল-মুনাওয়ার পরিষদের ব্যবস্থাপনায়, উত্তর মেখল বায়তুল লেক্বা জামে মসজিদ ময়দান, মেখল, হাটহাজারীতে, ওস্তাজুল ওলামা, শাহ সুফি আল্লামা অধ্যক্ষ সৈয়্যদ মোহাম্মদ নুরুল মুনাওয়ার (র.)'র ৫ম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমানে আলা হয়ে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী, জিম্মাদার, মোন্তাজেম, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী, রেহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শীদে বরহক, আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)- এর জৈষ্ঠ শাহজাদা, নায়েব মোন্তাজেম, দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী, আলহাজ্ব সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)। ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান মেহমানে আলা'কে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।