প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ
উল্লাপাড়ায় চারটি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রত্যান্ত অঞ্চলের চারটি মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরিক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।এতে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য বিন্দু। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো এ্যালংজানি দাখিল মাদ্রাসা হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসা বড় কোয়ালিবেড় দাখিল মাদরাসা ও বগুড়া দাখিল মাদরাসা।এ বছর দাখিল পরিক্ষায় এ্যালনংজানি দাখিল মাদ্রাসার ১২ জন শিক্ষার্থী, হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থী,বড় কোয়ালিবেড় দাখিল মাদরাসা থেকে ১২ জন ও বগুড়া দাখিল মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে।
ফেলকৃত প্রতিষ্ঠান প্রধানগণের সাথে যোগাযোগ করে জানা যায় এমন ফলাফলে তারা লজ্জিত।ভবিষতে সজাগ থাকবেন।উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,২০২৪ সালের দাখিল পরীক্ষায় শতভাগ ফেল করা মাদ্রাসার সুপারিনটেনডেন্টদের কাছে ফেলের কারণ জানতে চাওয়া হবে। ফেল করার বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.