প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১:৩১ অপরাহ্ণ
কর্নফুলীতে নিজের ঘর মেরামতকালে মারধর

- চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের ঘর মেরামতকালে এক ব্যক্তিকে বেধক পিটিয়েছে রক্তাক্ত করা হয়েছে। কর্ণফুলীর শিকলবাহা দরবারপাড়াস্থ ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মারধরের শিকার শিকলবাহা ওয়ার্ডের দক্ষিণ শিকলবাহা গ্রামের আহমদ হোসেনের পুত্র মো.ইব্রাহিম কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭০৫) দায়ের করেন। এতে ৮ নং ওয়ার্ডের শিকলবাহা দরবারপাড়া গ্রামের ফোরখান মাষ্টারের বাড়ীর ওসমানের পুত্র হাছান (৩৫), মৃত আহম্মদের পুত্র ছৈয়দ (৪৮), ছৈয়দের পুত্র আঃ রহিম (২৩)কে অভিযুক্ত করা হয়েছে।জানা গেছে, অভিযুক্তরা বাদীর ভাই ও ভাইয়ের ছেলে হয়। বাদী তার পৈর্তৃক জায়গায়তে থাকা পুরাতন ঘর মেরামত করিতে গেলে অভিযুক্তরা পূর্বের শত্রুতার জের ধরে ক্ষিপ্ত হয়ে বাদী এবং বাদীর ছেলে মেয়েকে এলাপাতারি পিটিয়ে রক্তাক্ত করে। এসময় বাদী বাধা দেওয়ার চেষ্টা করলে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি সহ হুমকি ধমকি প্রদর্শন করে এবং অশ্লীল ভাষায় গালমন্দ করে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.