আজঃ শনিবার ১৫ মার্চ, ২০২৫

এমআইটিতে পড়তে চায় নিঝুম,অর্পি-আলফির স্বপ্ন চিকিৎসক

পাবনা প্রতিনিধি:

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ সহ উপজেলায় প্রথমস্থান অর্জন করেছে ফারাহ ফেরদৌস নিঝুম। তার প্রাপ্ত নম্বর ১২১৬। নিঝুম পৌরসভার মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে। উপজেলার চরভাঙ্গড়া গ্রামের আব্দুল হান্নান ও শবনম অনুপা দম্পতির একমাত্র মেয়ে সে। নিঝুম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)পড়াশোনা করতে চায়। অপরদিকে গোল্ডেন জিপিএ-৫ সহ উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশিন অর্পি। তার প্রাপ্ত নম্বর ১২১৪। সে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোহাম্মদ সোহায়েল সাচ্চুর মেয়ে। অর্পির স্বপ্ন, ভবিষ্যতে মানবিক চিকিৎসক হওয়া,রুকাইয়া তাসমানিয়া রথি’র স্বপ্ন চিকিৎসক ও নাইমুর রহমান ইভানের স্বপ্ন বিসিএস ক্যাডার। ভাঙ্গুড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন বলেন ভাঙ্গুড়া মডেল স্কুলের তিন পরিচালকের তিন জন ছেলে-মেয়ে-নওশিন অর্পি-১২১৪,রুকাইয়া তাসমানিয়া রথি-১১৯১ ও নাইমুর রহমান ইভান-১১৭২ নম্বর পেয়ে গোল্ডেন জিপিও ৫ সহ পাশ করে স্কুলটি’র সাফল্যের ধারা অব্যাহত রেখে শতভাগ পাশ করেছে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। এছাড়া গোল্ডেন জিপিএ-৫ সহ ১২১১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী নিশাত জামিল আলফি। সে বেসরকারি সংস্থা আশার সাঁথিয়া শাখার সিনিয়র লোন অফিসার জাহাঙ্গীর আলমের ছেলে। আলফির বাড়ি সাঁথিয়ার কাশিনাথপুরে। সে বড় হয়ে চিকিৎসক হতে চায়। মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, বরাবরের মতো এবারও এসএসসিতে উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এ বছরে পাশের হার ৯৯ শতাংশ। তিনি বিদ্যালয়ের এসকল কৃতি শিক্ষার্থীদের জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় টোল আদায়ে বাধাঁ প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ এবং চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বাজার বুঝিয়ে দেওয়ার দাবী জানান বাংলাবাজারের ইজারাদার ও এলাকাবাসী।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে (১৩)ই মার্চ বৃহস্পতিবার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন সদ্য ইজারা পাওয়া সিংহের বাংলা বাজারের ইজারাদার মোঃ ফুল মিয়াসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সকল বিধি মোতাবেক উপজেলা পরিষদ কর্তৃক ইজারা চুক্তি দলিল সম্পাদন হয়।
কিন্তু সিংহের বাংলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কিছু বিএনপি নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইজারাদার ফুল মিয়ার কাছে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে বাজারে উঠতে দিবেনা বলে উল্টো মারধরের হুমকি দেয়। বর্তমান এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

রাজশাহী নিউ মার্কেটে পণ্য কিনে পুরষ্কার জিতে নিন

রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতুর ও নববর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। মাত্র ৫০০ টাকার পন্য ক্রয় নিয়ে জিতে নিতে পারেন প্রথম পুরস্কার সুজুকি জিকসার মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার দুই পাল্লার ফ্রিজ। তৃতীয় পুরস্কার সোনার চেন। এছাড়াও রয়েছে মোট ১০১ টি পুরস্কার আগামী ১৮ই এপ্রিল রাফেল ড্র অনুষ্ঠিত হবে। ঐ দিনই বিজয়ী কুপন নাম্বারের পুরস্কার দেওয়া হবে। অনেক পরে এরকম একটি আয়োজন করতে পেরে রাজশাহী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি অত্যন্ত আনন্দিত।

সকল ক্রেতা সাধারনকে রাজশাহী নিউমার্কেটে ঈদুল ফিতর এবং নববর্ষের আনন্দ কে ভাগাভাগি করে নিতে উনাদের এই আয়োজন করেছেন। আগামীতে ক্রেতা সাধারণের জন্য আরও বড় আকারে এই ধরনের ব্যতিক্রম ধরণের উপহারের ব্যবস্থা করা হবে। এই ক্যম্পেইন চলাকালীন সময়ে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতি, সকলের সহযোগিতা কামনা করেছেন

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ