আসন্ন ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের শেষ প্রচারণায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সইদুল হক বলেন, আমি আপনাদের ভোটে জয়ী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সকল দলের মানুষের সেবা করতে চাই বলে মন্তব্য করেন।
শনিবার সন্ধ্যায় পৌরশহরে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক, পেশাজীবি সংগঠন সহ আওয়ামীলীগের কয়েক হাজার নেতা কর্মীর অংশগ্রহণে নির্বাচনী শোডাউন শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় এসব কথা বলেন তিনি।
সভায় তিনি বলেন, যারা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন,যারা আমার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছেন, বিভিন্ন কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগে আপনাদের চেহেরাটা আয়নায় দেখুন তারপরে আমার সম্পর্কে কটুক্তি করুন।
এ সময় তিনি আরও বলেন, আমার দল আওয়ামী লীগ ছাড়াও, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, দোকান মালিক ও কর্মচারী সমিতি, সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন, তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমেই এবারের নির্বাচনের বিজয়ের মালা পরতে চাই।
সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা আ'লীগ সম্পাদক তাজউদ্দীন আহমদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের মহাদেব বসাক, জাহাঙ্গীর আলম সরকার, রফিউল ইসলাম, আওয়ামীলীগের শাহনেওয়াজ শানু,সাধন বসাক, জাতীয় পার্টির আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।