
অতি. উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব আশরাফুল করিমের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জনাব অতনু চক্রবর্ত্তীর নেতৃত্বে এসআই (নি.) অর্ণব বড়ুয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আজ ২০ মে থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সদরঘাট থানাধীন কাজী নজরুল ইসলাম রোডস্থ নগর মোড়ে আল মদিনা ফার্নিচার দোকানের সামনের রাস্তার উপর আসামি মোঃ মোছলেম উদ্দিন (৪২)-এর হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সকাল ০৯:২০ টার সময়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদরঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।