চট্টগ্রাম মহানগরীতে কোতোয়ালী থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ৩ ব্যক্তি নারী ও শিশু মামলা নং ৬৪৫/১৮, কোতোয়ালি থানার মামলা নং ১০(১২)১৭ এর জিআর পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতার আবু প্রকাশ কানা আবুকে হাজারী গলি মসজিদ গলি এলাকা থেকে, দুলাল দাসকে চট্টগ্রামকে লালদীঘির পূর্ব পাড় এলাকা থেকে এবং জাহিদুল আলম প্রকাশ জাহেদকে নগরীর ঘাটফরহাদ বেগ লাকি ম্যানশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, গোপন খবরের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।