ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে প্রথম বারের মতো ৪৪ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আহমদ হোসেন (বিপ্লব)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী সইদুল হক পেয়েছেন ৩৪হাজার ১৮০ ভোট।
আজ(মঙ্গলবার) অনুষ্ঠিত সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬৬ টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১ লাখ ৮৩ হাজার ৩ ৯১ জন ভোটার রয়েছে। এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন তার মধ্যে সোহেল রানা নির্বাচিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সারমিন আকতার নির্বাচিত হয়।
উপজেলায় মোট ১৮৩৩৯১ ভোটের মধ্যে ভোটারদের প্রদত্ত ভোট সংখ্যা ১১৩৩৪৭। যার শতকরা হার ৬১.৮১ ।