ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মঙ্গলবার অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা,পলাশ ডাঙ্গা যুবশিবিরের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ মির্জার মেয়ে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেলিনা মির্জা মুক্তি । তিনি পেয়েছেন মোট ৮৯০১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বিনু পেয়েছেন ২২০২৩ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাইদ স্বপন সরকার। তিনি পেয়েছেন ৫৮৩৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান পান্না পেয়েছেন ৪৬০০৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সবিতা প্লাবনী সুইটি। তিনি পেয়েছেন ৫৬৯৬০ ভোট। তার নিকতটম প্রতিদ্বন্দ্বী মোছাঃ সুমাইয়া পারভীন পেয়েছেন ২৯৮৪৮ ভোট। সুষ্ঠু অবাদ ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।