চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বড় পরিসরে গতকাল শনিবার দনব্যাপি অনুষ্ঠিত হয়েছে ‘কীরন মাস্টারকার্ড প্রেজেন্ট চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪। এ দিন সকাল ১০ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও, ফাউন্ডারসহ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২২ জন অতিথি।
উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ক্যারিয়ার ফেস্ট আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশ^ায়নের এ যুগে স্কীল ডেভেলপমেন্টের উপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, “তরুণদের পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে পারদর্শিতা অর্জন করতে হবে। বিশেষ করে নেতৃত্বদান, ভাষা শিক্ষা অধ্যয়ন, প্রযুক্তিগত শিক্ষায় সক্ষমতা অর্জনসহ সকল ক্ষেত্রে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।” তিনি সকলকে প্রথাগত শিক্ষায় নিজেদের সীমাবদ্ধ না রেখে সময়য়োপযোগী আধুনিক বিজ্ঞান মনস্ক ‘স্মার্ট শিক্ষায়’ শিক্ষিত হয়ে উদ্যোক্তা ও উদ্ভাবনী কাজে আত্ননিয়োগ করে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। উপাচার্য সকলকে সর্বক্ষেত্রে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে কাজ করে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান।
পিএল প্রোলিফারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট-এ এক্সিলেন্স বাংলাদেশ এর এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহবুব এ রহমান এবং হেড অব মার্কেটিং এক্সিলেন্স বাংলাদেশ নাহিদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের (এমএসএলপি) সাধারণ সম্পাদক রাফি মিনহাজ ও এক্সিলেন্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বেনজির আবরার।
দিনব্যাপি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিদের প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয় এবং উদ্যোক্তা তৈরীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমন্ত্রিত অতিথিরা হচ্ছেন- সাব্বির নাসির, ম্যানেজিং ডিরেক্টর এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন), মাহতাব উদ্দিন আহমেদ, ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার বিল্ড আইকন কনসালটেন্সি লিমিটেড, ফাহিম মাশরুর, বিডিজবস.কম, শার্ক ট্যাংক বাংলাদেশ, ইন্দ্রনীল চট্টপাধ্যায়, সিএমও ব্র্যাক ব্যাংক প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, উদ্যোক্তা এবং এসময়ের আইকনিক ফিগার এর উপস্থাপনাসহ দিনব্যাপী চমৎকার আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা, সুযোগ ও পুরষ্কার প্রদান করা হয়।