আজঃ বুধবার ২৫ জুন, ২০২৫

রূপগঞ্জে ভাড়াটিয়ার উপরে বাড়িয়ালার হামলা,আহত-২

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জিল্লুর রহমান নামের এক ভাড়াটিয়া পরিবারের উপরে চুরির অভিযোগ এনে বাড়িয়ালা ও তার লোকজন হামলা চালিয়ে নারীসহ দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার
গোলাকান্দাইল নতুনবাজার এলাকায় শাহাবুদ্দিন স্কুল সংলগ্ন আজিম উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে। জখমকৃত নারী ভাড়াটিয়া জাহেরা বেগমসহ জিল্লুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘ ৬ বছর যাবত জিল্লুর ও স্ত্রী জাহেরা এই মতির বাড়িতে বসবাস করে আসছে। গত মঙ্গলবার ভাড়াটিয়া জিল্লুরের ছেলে তানভীরকে (১৩) একটি সেলাই রেঞ্জ চুরির মিথ্যা অপবাদ দেয় বাড়িওয়ালা আজিম উদ্দিনের ছেলে মতি ও তার পরিবার ।এসময় জিল্লুর প্রতিবাদ করায় আজিম উদ্দিন ও তার ছেলে মতি সহ তার লোকজন বেধড়কভাবে পিটিয়ে জিল্লুরকে গুরুতর আহত করে। এ সময় জিল্লুরের স্ত্রী জাহেরা বেগম বাধা দিতে এলে মতি
তাকেও শ্লীলতাহানী করে এবং রামদা দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়। এসময় মতি ও তার লোকজন ঘরে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা ৫৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে যায়।
গুরুতর যখম হওয়া জাহেরার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাহেরাকে উদ্ধার করে এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার চিকিৎসা শেষে জাহেরার স্বামী জিল্লুর চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই সুজন বিশ্বাস তদন্তের শেষে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা দায়ের হলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে মো. রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রমজান আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। তবে কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করি। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাশ,  সহ সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, যেমন – মাদক দ্রব্য নিয়ন্ত্রণ,

চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিয়ে বন্ধে পদক্ষেপ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সভার আলোচ্য বিষয়গুলির মধ্যে রাস্তাঘাটের নিরাপত্তা, যানজট নিরসন, এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টিও ছিল। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, বাল্য বিয়ে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও, নারী ও শিশু নির্যাতন বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ