ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সবচেয়ে বড় হাট নেকমরদে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। রোববার (২৬ মে) উপজেলার নেকমরদ হাটে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।
জানা গেছে, সরকারি ভাবে গরু প্রতি ২৩০ টাকা টোল আদায় করার নিয়ম থাকলেও হাট ইজারাদার ৫০০ শত টাকা এবং ছাগল ৯০ টাকা টোল নেওয়ার নিয়ম থাকলেও ১৮০ টাকা নেওয়া হচ্ছে । লেখাইদার আ: জব্বার বলেন, ইজারাদার গরু লেখাই ৫০০ টাকা নিতে বলছে, আমরা নিচ্ছি। অপরদিকে, ছাগলের লেখাই ৯০ টাকা নিয়ম থাকলেও নেওয়া হচ্ছে ১৮০ টাকা।
ক্রেতা ও স্থানীয়দের অভিযোগ হাটের ইজারাদারর সরকারি নিয়মনীতিকে তোয়াক্কা না করে পশুক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করে থাকেন। অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করেছেন বলে জানান ক্রেতারা।
ভুক্তভোগী, নাম প্রকাশে অনিচ্ছুক বিরাশি এলাকা থেকে আসা, বাড়িতে পালনের জন্য একটি গাভী কিনেছি, লেখাই বাবদ আমাকে ৫০০ টাকা দিতে হয়েছে। সরকারি নিয়ম ২৩০ টাকা। তিনি বলেন, অতিরিক্ত টোল নেওয়ার ব্যাপারটি দুঃখজনক। আমাকে মূল্যবিহীন ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানে টোল আদায়ের টাকার পরিমাণ নেই। শুধু ছাড়পত্রে (রসিদ) গরুর ক্রয়মূল্য লেখা রয়েছে।
অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এ প্রতিবেদককে বলেন, অতিরিক্ত টোল আদায়ের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।