আগামী ১লা জুন রোজ শনিবার গাউসুলআজম মাইজভান্ডারীর তরিকা ও আদর্শবাহি সংগঠন, অছিয়ে গাউছুলআজম খাদেমুল ফোকরা,মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (ক.) কর্তৃক ১৯৪৯ ইং সনে প্রতিষ্ঠিত আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম (ক) জোনের বর্ধিত সভা সকাল ৯ঃ৩০ ঘটিকায় মাইজভান্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল হোসাইনী ভিলা ২য় তলায় অনুষ্ঠিত হবে।
উক্ত বর্ধিত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে গাউছুল আজম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে গাউসুল আজম, আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী।
বর্ধিত সভায় ১ম অধিবেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক সহ কেন্দ্রীয় ও জেলা সমন্বয় কমিটির খাদেমানবৃন্দ।
উক্ত বর্ধিত সভায় চট্টগ্রাম (ক) জোনের সকল দায়রা ও আঞ্চলিক শাখা
সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বিনীত অনুরোধ জানিয়েছেন।