আজঃ শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫

রাউজানে বাল্যবিবাহ প্রতিরোধ ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

চট্টগ্রামের রাউজানে পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৯ মে) বুধবার সকাল ১১ টায় উপজেলার মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পাহাড়তলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আবুল কালাম। উদ্বোধক ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা নঈম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, মেডিকেল অফিসার রাবেয়া বেগম। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরাদ হোসেন -হাটহাজারী, সুমন মন্ডল অপু-ফটিকছড়ি, আব্দুল্লাহ আল মামুন আনোয়ারা, অমিত মোদক -মিরসরাই, রোমানা রহমান কর্ণফুলী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই কর্মশালায় বাল্যবিবাহ, প্রাক বৈবাহিক কাউন্সিলিং, বিবাহের পূর্বে স্বাস্থ্য পরিক্ষা, রজঃচক্র বা ঋতুচক্র, পুষ্টিকর খাবারসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চুয়েটে শেখ মুজিবুর ও রাসেলের ম্যুরাল ভাঙচুর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে মেখ রাসেলের ম্যুরাল পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল বিক্ষুদ্ধ শিক্ষার্থী ম্যুরালগুলো ভাঙচুর করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাতুড়ি, লোহার রড দিয়ে ম্যুরালগুলো ভাঙচুর করা

হচ্ছে। এসময় তাদের ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না, মুজিবের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এমন নানা শ্লোগান দিতে শোনা যায়। এ বিষয়ে জানার জন্য চুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড.মোহাম্মদ মাহবুবুল আলমকে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

চুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা জানান, ক্যাম্পাসের গোলচত্বরে টিএসসির সামনে শেখ মুজিবের প্রতিকৃতিটি ভাঙচুর করা হয়েছে। আর ‘শেখ রাসেল ছাত্রাবাসের’ সামনে থাকা রাসেলের প্রতিকৃতিটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অতিতের যেকোনো সময়ের চাইতে গণমাধ্যম অনেক স্বাধীনতার উপভোগ করছে।

অতিতের যে কোন সময়ের চাইতে বর্তমানে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম । সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্য নগরী হিসাবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদেও ভুমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়াল্ড ইকোনমিক

ফোরামের বার্ষিক সভায় যোগদিয়ে বিদেশি বিনিয়োগ কারিদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহনের আহ্বানের পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগে আহ্বান জানান।
চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারন চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফ লাইন।
আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জনাব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। আলমগির অপু। মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমীর, হাসান মুকুল, ওয়াহিদ জামান প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে
আজাদ মজুমদার বলেন এই সরকার বৈষম্য বিরোধী সরকার। সারাদেশে যেন সুষম উন্নয়ন হয় সরকার সে জন্য আন্তরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন এসব অপতৎপরতা রোধে কার্যকর পদকাক্ষেপ নেওয়া হচ্ছে। এব্যপারে তিনি দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

জাহিদুল করিম কচি তাঁর বক্তব্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ বাতিল করে চট্টগ্রামের ক্রিড়া সংস্থার অধিনে ফিরিয়ে দেওয়ার জন্য ডেপুটি প্রেস সচিবের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ