আগামী ২৬ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আজ সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দেন। মেয়র পদে মনোনয়ন দাখিল করেন আলহাজ্ব রফিকুল ইসলাম ও দেওয়ান আবুল বাশার বাদশা।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও কাঞ্চন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলামসহ আরো অনেকে।