মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছানোয়ার হোসেন (৩৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ঘিওর এলাকায় আবুল বাশারের নির্মানাধীন পরিত্যাক্ত একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকার আবজাল হোসেনের ছেলে। সে শ্রমিকের কাজ করতো।
নিহতের বাবা আবজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তার ছেলে ছানোয়ার হোসেনের মোবাইলে ফোন আসে। এরপর সে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর রাতে বাড়ি ফিরেনি। সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছানোয়ারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। তবে তার দাবী কে বা কারা তার ছেলেকে হত্যা করে মরদেহটি ওই ভবনে ঝুলিয়ে রেখেছে।