অসামাজিক কার্যকলাপের দায়ে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত আবাসিক হোটেল, হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়, অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।
এবিষয়ে ফরিদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা গণমাধ্যমকে জানান,শহরে আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়, অভিযানে ১৪ তরুণ-তরুণী ও হোটেলের দুই কর্মচারীকে গ্রেফতার করেন বলে জানান তিনি।