আওলাদে রাসুল (সা.) ও শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর স্নেহধন্য, মী-রে মেহ্ফিলে সামা হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (র.) রওজা নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ (১ জুন ২০২৪খ্রি.) শনিবার সকালে মহান এ ব্যক্তির একমাত্র ছেলে ছৈয়দ শাহাদাৎ হুছাইন ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর হাটহাজারী মির্জাপুর দরবার শরীফে আল্লাহর মহান এ অলীর দৃষ্টিনন্দন রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.)। মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (র.) ২০১৭ সালের ১৪ এপ্রিল ওফাত লাভ করেন। তাঁর রওজা শরীফ নির্মাণকাজ উদ্বোধন প্রাক্কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।