এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাঁটা পড়ে মো. ইরফান (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৫ জুন) সকাল ৮টার দিকে নগরীর পার্ছলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইরফান (১৯) বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এলাকার মাহবুবুর আলমের পুত্র এবং নগরীর সিএমপি স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, ‘তখন ছেলেটি কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিল। ধারণা করা হচ্ছে, হেডফোনে উচ্চ শব্দে গান শুনতে থাকার কারণে ট্রেন আসার খবর পাননি তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ‘

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা এক যুবককে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।









