
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাপের কামড়ে আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের সানজিদা ইয়াসমিন ও দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের আবু বয়ান নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে চবি ক্যাম্পাসের কাটাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, অন্ধকারে কাটাপাহাড়ের রাস্তা দিয়ে হাঁটার সময় প্রথমে সানজিদা ও পরবর্তীতে বয়ান সাপের কামড়ের শিকার হন। তবে সাপ তারা চিনতে পারেননি।
তারা নিজেরাই চিকিৎসা নিতে চবি মেডিকেল সেন্টারে যান। সেখান থেকে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, মেয়েটার পায়ে বাইট মার্ক পেয়েছি। তার খুব বেশি প্রতিক্রিয়া ছিল না। ড্রাই বাইটও হতে পারে। তবে ছেলেটা প্রচণ্ড ব্যাথায় কাতরাচ্ছিল। পা ফুলে যাওয়ায় বাইট মার্ক পাওয়া যায়নি। ধারণা করছি, বিষধর সাপ বা এ জাতীয় কিছুর বাইট হতে পারে। চিকিৎসাধীন দুই শিক্ষার্থী ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন বলেও তিনি জানান।