অদৃশ্য আগুন আতংকে রাত কাটাচ্ছে জামাদার পাড়ার বাসিন্দারা, ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানার আওতাধীন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের জামাদার পাড়ায় ঘটে চলেছে একের পর এক অগ্নিকাণ্ড, বিগত ৪ থেকে ৫ মাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৫-৬ বার।
কিছু দিন পর পর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় হত-বিহবল এলাকাবাসী। গতকাল বুধবার ৫ জুন রাত ৮ টার সময় ফের ঘটে অগ্নিকাণ্ড।
রুহিয়া প্রতিনিধির দেওয়া বরাতে আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
এলাকায় ধারাবাহিক এই আগুন লাগার রহস্য উদঘাটনে, ফায়ার সার্ভিস ছাড়া প্রশাসনের আর কোন সহযোগিতা পায়নি এলাকাবাসী।
এবিষয়ে জানতে পাশ্ববর্তী জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের 01901-023305 নাম্বারে ফোন করলে কর্তব্যরত ডিউটি অফিসার বলেন, আগুনের সুত্রপাত সম্পর্কে আমরা এখনও জানতে পারিনি, আশেপাশে কোন বৈদ্যুতিক লাইনও নাই, পরবর্তী তদন্ত সাপেক্ষ বলা যাবে বলে জানান তিনি।
এলাকাবাসী বলেন আমরা অনেক আতঙ্কে আছি। এবং এটার পিছনে কি কারণ. তা যেন স্হানীয় প্রশাসন যেন একটু তদন্ত করে দেখে। আর এর পিছনে যে বা যারা আছে তাদের কে যেন খুজে বাহির করে আইনের আওতায় নিয়ে আসা হোক এটাই আমাদের দাবি।