চট্টগ্রাম মহানগরের খুলশীস্থ মাস্টার লেন এলাকা থেকে মারওয়া সুলতানা নাসরিন নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ মরদেহটি উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।
তিনি বলেন, স্থানীয়ভাবে সংবাদ পেয়ে আমাদের একটি টহল টিম মাস্টার লেন এলাকার একটি বাসায় যায়। তারা ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মারওয়া সুলতানা নাসরিন খুলশীর মাস্টার লেন এলাকার মনির হোসেনের মেয়ে। তিনি বাবা-মা বকা দেওয়ায় কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ধারণা করা হচ্ছে।