
চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিণ ফটিকছড়ির জাফতনগর মৌলভী মোত্তাহার বিল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি পল্লবী খাস্তগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের গুরুত্ব দিতে এই ফল উৎসব। বিশেষ করে পাঠ্যবই থেকে বের হয়ে আমাদের মৌসুমি ফলের সাথে কচি-কাঁচা শিক্ষার্থীদের পরিচিতি বা সখ্যতা করে তোলাই এই আয়োজন। এতে অগনিত শিক্ষার্থী দেশীয় ফল ও তাদের গুনাগুন সম্পর্কে জানতে পেরেছে।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দাতা সদস্য মো. ইলিয়াস, শিক্ষক প্রতিনিধি কামরুন নাহার, মো. হারুণ মেম্বার, নাজমা আকতার, রুজি আকতার, নাজু আকতার। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ছৈয়দা শামীমা আক্তার, জিন্নাত আক্তার, মুনমুন চৌধুরী। উপস্থিত ছিলেন,উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস ছাত্তার, মো. ইদ্রিস মিয়া, মোহাম্মদ বাবুল, অভিযাত্রিক পরিষদের সাবেক সভাপতি মহসিন হায়দার, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল হাকিম পারভেজ, জাফতনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন খোকন, মোহাম্মদ সাহেদ প্রমূখ।