
চট্টগ্রাম মহানগরীতে একটি পোশাক তৈরির কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে নগরীর উত্তর কাট্টলীর সিটি গেইটের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পাশে গার্টেক্স গার্মেন্টসে এ ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, সকাল ১০টা ২০ মিনিটে সিটি গেইট এলাকায় একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসতে বেগ পেতে হয়। আগুন লাগার পরপরই কারখানায় থাকা শ্রমিকরা বের হয়ে যায়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, গার্মেন্টসের ওয়্যার হাউজ থেকে আগুনের সুত্রপাত বলে আমরা জানতে পেরেছি। ওখানে বিভিন্ন কাপড়, ফোমসহ নানা এক্সেসরিজ ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন নেভাতে কাজ শুরু করেছিলো।