
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক). মুহাম্মদ আনোয়ার পাশা -বলেছেন সঙ্গীত মানুষের মানুষের মানসিকতা বড় করে। অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়।এবং তাদের দেশপ্রেমিকতা থাকে যথেষ্ট। তারা হয় উদার। তিনি সম্প্রতি সংগীত গুরু প্রয়াত ওস্তাদ মোহন লাল দাস এর ৯৮ তম জন্ম বার্ষিকীতে স্মৃতিচারণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্মৃতি সংসদের সভাপতি কবি ও সংগীত বিশারদ বাবু স্বপন কুমার দাশের সভাপতিত্তে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক). মুহাম্মদ আনোয়ার পাশা, .সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সাবেক) অতিরিক্ত সচিব জনাব নুরুল আলম নিজামী, বিশেষ অতিথিতে ছিলেন জনাব মো:মোজাম্মেল হক চৌধুরী (

উপজেলা নির্বাহী কর্মকর্তা) জনাব মেজবাহ উদ্দিন ( সহকারী কমিশনার ভূমি) সরগম একাডেমির সভাপতি ও সাংবাদিক কিরন শর্মা’. শব্দ সৈনিক পূর্ণিমা প্রমূখ পরিশেষে সংগীত পরিবেশন করেন মরমী শিল্পী শিমুল শীল বাউল.জুয়েল দ্বীব.বাউল লিটন নন্দী. মিষ্টি রূপা প্রমুখ অনুষ্ঠান উপাস্থাপনায় ছিলেন সংগীতশিল্পী অভিষেক প্রমূখ।
