প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ
নাগেশ্বরীতে ৭৭ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৪ জুন ২০২৪ রাত আনুমানিক ২১:৩৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের ভায়ালটারী গ্রামের মাদক কারবারি মোছাঃ জান্নতি বেগম এর বসতবাড়ির খাটের নিচে লুকানো ৭৭ বোতল বিদেশি মদ সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.