প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ
আষাঢ় ঋতুচক্রের পালা বদলে এসেছে বর্ষা ও কদম ফুল

সারাদেশে তীব্র তাপদাহ শেষে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন শুক্রবার (১৪ জুন) সারাদিন থেমে থেমে দেশজুড়ে রয়েছে বৃষ্টি।
তীব্র গরমে প্রাণ যখন তৃষ্ণিত-তপ্ত-ক্লান্ত, ঠিক তখনী ঋতুচক্রের পালা বদলে পহেলা আষাঢ় নিয়ে এসেছে বর্ষা।
আষাঢ় ও শ্রাবণ দুমাস মিলিয়ে বর্ষাকাল। শনিবার (১৫ই জুন) পহেলা আষাঢ় অর্থাৎ বর্ষার প্রথম দিন।
জৈষ্ঠ গেল আষাঢ় এলো, দিন যে যাবে বয়ে, বাঁধন হারা বৃষ্টিধারা ঝরবে রাতে দিনে।
বর্ষা মানেই রিমঝিম বৃষ্টি, কখনো হালকা কখনো বা মুষলধারে ভারী বর্ষণ হবে। গ্রীস্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে লাল সবুজের সমারোহে জলাশয়ের প্রকৃতি সাজে পূর্ণতায়।
বর্ষাকালে জলীয় বাষ্পবাহী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠে। ফলে প্রচুর পরিমানে বৃষ্টি হয়। তাই চারপাশের পরিবেশ রূপ নেয় চির সবুজের আবরণে। বর্ষার কদম, জুঁই,বেলি, বকুল, দোলনচাঁপা, গন্ধরাজ, হাসনাহেনার ঘ্রাণে ভোরে উঠে চারপাশ।
বর্ষাকালে বৃষ্টির পানিতে মনের আনন্দে খেলা করে গ্রামীণ শিশুরা। ঘাটে মাঠে খেলায় মেতে ওঠে শিশুরা তাদের মনের আনন্দে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.