পঞ্চগড়ের আটোয়ারী থানায় ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ, জেলার পুলিশ সুপার জনাব এস. এম. সিরাজুল হুদা পিপিএম বার'র নির্দেশক্রমে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আমিরুল্লাহ (সদর সার্কেল) এর দিক-নির্দেশনায় এ অভিযান চালানো হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটোয়ারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো: শাহিনুর ইসলাম তালুকদার এর নেতৃত্বে আটোয়ারী থানার একটি আভিযানিক দল ৩নং আলোয়খোয়া ইউনিয়নের মোলানী গ্রামস্থ মাদক ব্যবসায়ী বিজয়ের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ মেঘনা রানী রায়(৩৬), স্বামী-বিজয় চন্দ্র বর্মন সাং-মোলানি, থানা আটোয়ারী জেলা পঞ্চগড়কে গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় নিয়মিত মামলার রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে জানানো হয়।