ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর শহরের সিরাজ আর্মি মার্কেট বন্দরে ২৬ জুন বুধবার সকালে আহমেদ পার্সেল সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ"লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক,
মেয়র মোস্তাফিজুর রহমান, বনিক সমিতির সাধারন সম্পাদক ইসতেখার আলম, সাবেক ভিপি কামাল হোসেন, এস আই জাহাংগীর আলম, মেডিসিন সরবরাহ প্রতিনীধি সাইদুর রহমান,রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,ঢাকা থেকে আগত আহমেদ পার্সেল সার্ভিসের জি এম নিতিশ মন্ডল,এজিএম ইমতিয়াজ তালুকদার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এছাড়াও সাংবাদিকরা সহ অন্যান্য ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ যে, রানীশংকৈল আহমেদ পার্সেল সার্ভিসের প্রো: জান্নাতুন ফেরদৌস/পরিচালনায় আ: সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আলমগীর হোসেন।