ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (২৮ জুন) বিকালে সমিতির কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ঠ্য ঠিকাদার আহাম্মেদ হোসেন বিপ্লব কে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ঠ্য ঠিকাদার আহাম্মেদ হোসেন বিপ্লব, সম্পাদক সেফাউল আলম সেফা। আ’লীগ নেতা তারেক আজিজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ঠিকাদার আনিসুর রহমান বাকি, এসএম রবিউল ইসলাম সবুজ, রওশন আলী প্রমুখ। সংবর্ধিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলের তোরা দিয়ে বরণ করেন এবং ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।