থানায় সাধারণ ডায়েরীর করার জেরে তরুণীর উপর হামলা করেছেন এক বখাটে। চট্টগ্রাম মহানগরের গোসাইলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ওই বখাটে হল বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ গ্রামের মাহবুবুল আলমের পুত্র মো.পারভেজ আলম (৪১)। হামলার শিকার তরুণী হলেন, ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকার আবুল খায়েরের কন্যা নুর জাহান বেগম। এর আগে গত ২৫ জুন ওই তরুণী বখাটের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ১৪৪৮) দায়ের করেন।
ডায়েরী সূত্রে জানা গেছে, বখাটে মো. পারভেজ আলম পরিচয়ের সুবাধে ওই তরুণীর সাথে প্রায় সময় ফোনে কথা বলে উক্তাক্ত করতো। এছাড়া বখাটে প্রায় সময় নানারকম অশালীন কথাবার্তা বলার পাশাপাশি বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজী না হলে গত ২৪ জুন ওই তরুণীর বাসায় এসে বিভিন্ন প্রকার ভয়ভীতি দিয়ে আসে। এরপর ডবলমুরিং থানায় ডায়েরী করার জের ধরে গোসাইলডাঙ্গা এলাকায় ওই তরুণীর উপর হামলার ঘটনা ঘটে। এসময় বখাটে ও তার সাথে আসা ৫জন নারী পুরুষ ওই তরুণীকে বিভিন্নস্থানে পিটিয়ে আহত করে। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় বন্দর থানায় আরো একটি সাধারণ ডায়েরী (নং-১৫০৩) দায়ের করেন ওই তরুণী।