
চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়র ক্রিমিনালজি এন্ড পুলিশ সায়ন্স বিভাগর সাথ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সমঝাতা স্মারক স্বাক্ষর ২৯ জুন ২০২৪ তারিখ উক্ত বিভাগ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমঝাতা স্মাক্ষর কপি ৩০ জুন ২০২৪ দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফসর ড. মাঃ আবু তাহর এর নিকট তাঁর অফিস কক্ষ সজন্য সাক্ষাৎ কর হস্তান্রর করন চবি ক্রিমিনালজি এন্ড পুলিশ সায়ন্স বিভাগর সভাপতি মাঃ সাখাওয়াত হাসন। এ সময় চবি সমাজ বিজ্ঞান অনুষদর ডিন প্রফসর সিরাজ উদ দল্লাহ উওস্থিত ছিলেন।
উল্লখ্য, এ সমঝাতার আওতায় চবি ক্রিমিনালজি এন্ড পুলিশ সায়ন্স বিভাগর শিক্ষার্থীরা ফিল্ড ট্রিপ, ইটার্নশিপ, গবষণা সহকারী হিসব কাজ করার সুযাগ অবারিত হব এবং দেশি বিদেশী কনফারন্স ও গবষণাধর্মী একাডমিয়াত অংশগ্রহণের দ্বার উন্মাচিত হব। সমঝাতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসব পুলিশ স্টাফ কলজর রক্টর অ্যাডিশনাল আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম এবং বিশষ অতিথি হিসব চবি ক্রিমিনালজি এন্ড পুলিশ সায়ন্স বিভাগর সভাপতি মাঃ সাখাওয়াত হাসন, স্টাফ কলজর ভাইস রক্টর ডিআইজি রজাউল হক বক্তব্য রাখন। অনুষ্ঠান সভাপতিত্ব করন ডিআইজি এস এম আকতারুজ্জামান। শুভছা বক্তব্য

রাখন এডিশনাল ডিআইজি মাহাম্মদ শাহজাহান পিপিএম। এছাড়াও অনুষ্ঠান স্টাফ কলজর বিভিন উইং এর ডিরক্টরগণ উপ¯িত ছিলন। এডিশনাল ডিআইজি মতিউর রহমান, গালাম রসুল, ডিআইজি সাহল রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়র ডিন ড. মাঃ বিন কাশম ও বতবুনিয়ার কমান্ড্যাট ড. এম এ সাবহান প্রমুখ উপ¯িত ছিলন। অনুষ্ঠান পরিচালনা করন সহকারী পুলিশ সুপার সিয়াম রহমান।
