মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের উপ- নির্বাচনে জমা দেয়ার শেষ দিন ছিল আজ । ৯টি মনোনয়ন পত্রের মধ্যে ৮ টি মনোনয়নপত্র প্রার্থী জমা প্রদান করেছেন প্রার্থীরা । এদিকে সদর চকমিরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান যিনি ছিলেন পদত্যাগ করেন এস এম শফিকুল ইসলাম শফিক । তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয় ।
বৃহস্পতিবার (৪ জুলাই ) দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে বিকাল ৪ টা পর্যন্ত চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৯ জন জমা দিয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ।
তিনি জানান, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, যে ৯ জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যারা জমা প্রদান করেন তারা হলেন -১. মো আব্দুস সালাম ২। মো লুৎফর রহমান তুহিন ৩। মো বাবুল হোসেন ৪। মো মাহাফুজ্জল রহমান সোহেল ৫। মো নিজামুল ইসলাম ৬। এসএম আতোয়র রহমান ৭। মো আসলাম আলী ৮। মো রকিবুল ইসলাম লিটন।
জমাকৃত মনোনয়নের যাচাই-বাছাই আগামী ৫ জুলাই মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমির পুর ইউনিয়নের উপ নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহার এবং ৫ জুলাই যাচাই-বাছাই পরবর্তী প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হবে ১১ তারিখে। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে দৌলতপুর উপজেলা সদর চকমিরপুর ইউনিয়ের উপ-নির্বাচন ।
ইভিএমের মাধ্যমে দৌলতপুর ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দৌলতপুরে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬ শত ৭৫ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ১ শত ৯৩ জন ও মহিলা ভোটার ১১ হাজার ১ চার শত ৯৩ জন