চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মোস্তফা কামালের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব আরিফুর রহমানের নেতৃত্বে টিম-৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইটের দক্ষিণ পাশে মক্কা হোটেলের সামনে অভিযান পরিচালনা করে আসামি জসিম উদ্দীন (৪২), মোঃ শহীদুল্লাহ (২১) ও রিদওয়ান হোসেন (২৬)-দেরকে ১৩ হাজার ,৫ শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপির আকবরশাহ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।