ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, সচেতন নারী সমাজ, ঝংকার শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামসহ নানা সংগঠন অংশ নেয়। এসময় স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক দীপ্তি রহমান, যুগ্ম আহ্বায়ক শান্ত জোয়ার্দ্দার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবী করে অবিলম্বে তার মুক্তির দাবী জানান।
সেসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রানা হামীদ, সদর থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা (সিটি)সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।