জনম লভিয়াছে যখন এ ভবে।
মৃত্যু সবারই অনিবার্য হবে।
মৃত্যুকে যদি লঙ্গিবারে চাও তবে।
কৃত্বিমান কাজ করে যাও ভবে।
জানি নশ্বর দেহের মৃত্যু হয়,
আত্মা বায়ূ মণ্ডলে অবিনশ্বর রয়।
মহতী মানুষ মরে না,
কভূ এ অবনীতে।
তাঁরা মরেও অমর রয়,
তাদের স্বীয় প্রতিভাতে।
মৃত্যু যদি টেনে দেয়,
জীবনের আঁখি আবরণ।
সেই দিন সবার সাঙ্গ হবে,
জীবনের মহা রণ।
মৃত্যু যদি কারো জীবন দ্বারে,
করাল আঘাত করে।
এমন কারো দুঃসাধ্য নেই,
তাকে লঙ্গিতে পারে।
হে মৃত্যু! তুমি মোরে দেখিয়ো না ভয়।
আমি সদা স্বচেষ্ট থাকি,
তোমায় করিবারে জয়।