ইদ্দত চলাকালীন বিয়ে করে ইসলামি আইন ভাঙ্গার অভিযোগে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। এই রায়ের পরে বুশরা বিবি জেল থেকে ছাড়া পাবেন, তবে ইমরান খানকে এখনই ছাড়া হবে কী না, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।
ইদ্দত চলাকালীন বুশরা বিবি আর ইমরান খানের বিয়ে হয়েছিল, যা ইসলামি আইনের পরিপন্থী, এই অভিযোগে মামলা করেছিলেন বুশরা বিবির প্রাক্তন স্বামী খাওয়ার মানিকা। সেই মামলায় এ বছর ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদের একটি সিভিল আদালত ইমরান খান ও তার স্ত্রীকে অবৈধ বিয়ের অভিযোগে সাত বছর করে কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দিয়েছিল।
জানা যায়,অতিরিক্ত সেশনস জজ মুহম্মদ আফজল মাজুকা শনিবার তার আদেশে জানান যে, অন্য কোনও মামলায় যদি অভিযুক্ত না হয়ে থাকেন এই দম্পতি, তাহলে তাদের মুক্তি দিতে কোনও বাধা নেই। আদালতের নির্দেশ আদিয়ালা জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।