
চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স, স্টাফসহ কর্মীদের অনুপস্থিতি, অপরিচ্ছন্নতাসহ বেশকিছু অনিয়ম দেখতে পান সিভিল সার্জন। এর জবাব চেয়ে ২ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সিভিল সার্জন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ চিকিৎসক, নার্স, স্টাফসহ ১৩ জনকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত দেখেন। অন্যদিকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ চিকিৎসক ও পাঁচ কর্মীকে অনুপস্থিত দেখেন। তাছাড়া ওই ২ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ অপরিচ্ছন্ন, যন্ত্রপাতি নষ্ট এবং চিকিৎসকদের পরনে অ্যাপ্রোন দেখতে পাননি। এসব বিষয়ে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান ও আনোয়ারার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুনুর রশীদকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ৫ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ৯ জুলাই মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়েছিলেন সিভিল সার্জন। সে সময় ৭ জন চিকিৎসককে অনুপস্থিত দেখতে পান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিনকেও দেন কারণ দর্শানোর নোটিশ।