[caption id="attachment_38204" align="alignnone" width="300"]
oplus_2[/caption]চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ'র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম জোনের পুলিশ সুপার
মো: জিল্লুর রহমান।মঙ্গলবার(১৬ জুলাই) বেলা ২টায় সিডিএ'র চেয়ারম্যান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাতে সিডিএ'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে চট্টগ্রামে পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এসময় পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের সহযোগিতা কামনা করে সিডিএ'র চেয়ারম্যান বলেন, আমি চট্টগ্রাম নগরীকে একটি স্মার্ট পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের নানাবিধ পরিকল্পনা রয়েছে।আলোচনায় চট্টগ্রামকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিডিএ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ,পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, উপ পরিদর্শক মো: মহসিন ও মো: আবুল খায়ের।