গাজীপুর মহানগরীর পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবির ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ ১৭ জুলাই পূবাইল থানাধীন মিরের বাজার চৌরাস্তার এলাকা হতে
৭ কেজি গাজাসহ ১ জন আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শ্রীনগর (বাউসমারা, ৬নং ওয়ার্ড) এলাকার মন্তাজ মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২৬)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, আসামী খাইরুল ইসলাম (২৬)কে পূবাইল থানাধীন মিরের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।