
বোয়ালখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।বৃহস্পতিবার ১৮ জুলাই সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বোয়ালখালীতে আগমন উপলক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হিমাদ্রী খীসাকে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, নির্বাহী সদস্য মনি দাশ নীলা, অর্পিতা ঘোষ, পূজা চৌধুরী প্রমূখ। এ সময় শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দের সাথে আলাপ কালে ইউএনও হিমাদ্রী খীসা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।