মৃত্যু ব্যাক্তির নাম: সানি আলম(২৮)পিতা মৃত লুহিস উদ্দিন মাতা নিহা আক্তার সাং মন্ডলী ভেগ ডাকঘরঃ ছাতক থানাঃ ছাতক জেলাঃ সুনামগঞ্জ সে গত ২৩ জুলাই ২৪ ইং তারিখ সি এম পি চটগাম কনফুলী থানাধীন চরপাথরঘাটা মাদাসাপাড়া ১নং গেইন নজির আহাম্মদ কলোনীর ৭ নং ভাড়াবাসার ভিতরে চালের লোহার এগেল এর সাথে রশি দিয়ে নিজেই আত্নহত্যা করেন।
উক্ত সংবাদের বিক্তিতে ঘনটাস্হল হইতে ডিউটিরত পুলিশ এস আই মোঃমনিরুজ্জামান ও সংগীয় ফোস সহ ভিকটিমের মৃত্যু দেহের সূরতহাল রিপোর্ট করিয়া তার মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন বতমানে মৃত্যু ব্যাক্তির মৃত্যু দেহ চমেক হাসপাতাল চটগামে হিম গরে আছে ভিকটিমের পকেটে থাকা উপরোক্ত ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় বেতার বাতা পাঠালে তাহাকে কেহ চিনেনা বলে জানা যায় উক্ত ব্যাক্তির কে কেন চিনে থাকলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচাজ অথবা অপমৃত্যু মামলার আইও এস আই মোঃমনিরুজ্জামান এর মোবাইলে নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল